মানবাধিকার বিষয়ক গ্রুপগুলোর অভিযোগ ক্ষমতাকে আঁকড়ে থাকা এবং ভিন্নমত দমনের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অপব্যবহার করেছে শেখ হাসিনার সরকার। এর মধ্যে আছে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যাকাণ্ড। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এখন অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। তিনি পদত্যাগ করার একদিন পরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আল্টিমেটাম দেয়ার পর ভেঙে দেয়া হয়েছে পার্লামেন্ট। বাংলাদেশ পরিস্থিতিতে এসব কথা লিখেছে লন্ডনের প্রভাবশালী দ্য গার্ডিয়ান। প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনের অফিস থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল বিএনপি’র নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেয়া হয়েছে। প্রেসিডেন্ট তাকে পুরোপুরি ক্ষমা করে দিয়েছেন। মঙ্গলবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামানের সঙ্গে প্রতিবাদী ছাত্রনেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী একটি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছে।
শেখ হাসিনা বিরোধীদের বর্জন করা নির্বাচনে জানুয়ারিতে পঞ্চম বারের মতো জয়ী হন। ওই নির্বাচনকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অবাধ ও সুষ্ঠু নয় বলে পর্যবেক্ষণে বলেছেন। এবার ছাত্রদের বিরুদ্ধে যে দমনপীড়ন চালানো হয়েছে তা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে ভয়াবহ সহিংসতার সৃষ্টি করেছে। সেনা সদর দপ্তরে সেনাপ্রধান ওয়াকার-উজ জামান হত্যাকাণ্ডের তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। ছাত্র আন্দোলনের সমন্বয়করা মঙ্গলবার অর্থনীতিবিদ ও নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ বলেছেন, ড. ইউনূসের প্রতি আমাদের আস্থা আছে। এ সময় প্যারিসে অবস্থান করছিলেন ড. ইউনূস। তার একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তিনি এই দায়িত্ব পালনের জন্য রাজি। প্যারিসে কিছু মেডিকেল পরীক্ষার পর অবিলম্বে তিনি বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। ওদিকে ভারতের দ্য প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, হাসিনার অধীনে বাংলাদেশ ছিল একটি দখলকৃত দেশ। তার বিদায়ে দেশের মানুষ নিজেদেরকে মুক্ত মনে করছেন।
Manabzamin