ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে লিটন দাস

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ২৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে লিটন দাস। – ছবি : সংগৃহীত

আবারো ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে লিটন দাস। ফিরেছেন পুরনো জায়গায়। আইসিসির নতুন ঘোষিত র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১২তম স্থানে আছেন লিটন দাস। যা বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অবস্থান। যেখানে লিটন দাস পেছনে ফেলেছেন বিরাট কোহলিকেও! কোহলি আছেন ১৪তম অবস্থানে।

বছর জুড়েই হেসেছে এবার লিটন দাসের ব্যাট। তবে ভারতের বিপক্ষে প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে পারেননি লিটন। তবে শেষ টেস্টে দারুন এক অর্ধশতক হাঁকিয়েছিলেন এই ব্যাটসম্যান। সব মিলিয়ে ২ টেস্টে প্রায় ৩৬ গড়ে ১৪১ রান করেন লিটন। আহামরি পারফর্ম না হলেও অনেকের চেয়েই ভালো করেছিলেন লিটন। যার পুরস্কার পেলেন তিনি।

এর আগে চলতি বছরের মার্চে ৬৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আসীন হন লিটন, তবে এবার ক্যারিয়ার সেরা ৭০২ রেটিং পয়েন্ট নিয়েই হারানো অবস্থান ফিরে পেয়েছেন লিটন। তাছাড়া এই বছর বাংলাদেশী ক্রিকেটারদের মাঝে টেস্টে সর্বোচ্চ ৮০০ রান সংগ্রহ করেন লিটন।

এদিকে বোলিংয়ে উন্নতি হয়েছে মেহেদী মিরাজ ও তাইজুল ইসলামের। তাইজুল আছেন ২৮ ও মিরাজ আছেন ২৯তম স্থানে।