কুমিল্লা

বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের আশঙ্কা করে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, কোনোভাবেই উগ্রপন্থার অবস্থান বাংলাদেশে হবে না। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা নগরের ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাছুম মিয়ার কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের জন্য আমরা যে কাজ করছি, সেটি যেন সাধন করে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে যথাসময়ে আমরা যাতে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরে ভূমিকা রাখতে পারি—এটা হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। কোনোভাবেই উগ্রপন্থার অবস্থান বাংলাদেশে হবে না। আমরা যদি দেখি যে আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে শিগগিরই কঠোর অবস্থানে যাব। বর্তমান প্রেক্ষাপটে সুযোগ অনেকেই পেয়েছেন, সুযোগের সদ্ব্যবহার না করে দুর্ব্যবহার করলে আমরা অবশ্যই হার্ডলাইনে যাব।’
বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের শঙ্কা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস। গত সোমবার রাতে পত্রিকাটি অনলাইনে ওই সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনটির বিষয়ে মাহফুজ আলম বলেন, ‘নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে তারা বলছে, বাংলাদেশের চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন পরিস্থিতি এবং হাসিনা চলে যাওয়ার কারণে। তবে আমরা বলতে চাই, এমন কোনো সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এমন সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বরং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সেটির সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখব। এরই মধ্যে আমরা ভূমিকা রেখেছিও বটে। ভবিষ্যতে আমরা চেষ্টা করব বাংলাদেশ কোনোভাবেই উগ্রপন্থী তৎপরতা, ধর্মীয় ও রাজনৈতিক উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্যসচিব মুহাম্মদ রাশেদুল হাসান, নিহত মাছুম মিয়ার বাবা শাহিন মিয়াসহ আরও অনেকে। কবর জিয়ারত শেষে উপদেষ্টা মাহফুজ আলম গত ৪ আগস্ট কুমিল্লার কোটবাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাছুম মিয়ার বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
গণ–অভ্যুত্থানে হতাহতের প্রতিটি ঘটনার বিচার হবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘আমরা যেন অপরাধীদের বিচার কার্যক্রম শেষ করে দিতে পারি, পুরোটা হয়তো শেষ করা সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করব প্রতিটি শহীদ পরিবার যেন বিচার পায়, সেটি নিশ্চিত করার। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে বর্তমান অন্তর্বর্তী সরকার যে চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে, আমরা মনে করি বাংলাদেশ দেশের জনগণ এটার সঙ্গে আছে। যদি রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ সহযোগিতা করে, সদিচ্ছা প্রকাশ করে তাহলে সবাই মিলে আমরা একটি বাংলাদেশে গড়তে পারব। পুরোটা শেষ করতে না পারলেও আমরা অন্তত ভিত্তিপ্রস্তর স্থাপন করে যেতে পারব।’
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে মাহফুজ আলম বলেন, রাজধানীর বাইরে মফস্সলের গণমাধ্যমকর্মীরা যেন বৈষম্যের শিকার না হন, সেটির বিস্তৃত বর্ণনা গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে রয়েছে। সরকার সেটি নিয়ে কাজ করছে।