- by নিজস্ব প্রতিবেদক
পবিত্র কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও হিন্দুবাড়িতে হামলার ঘটনা ঘটে। এ নিয়ে চলা সামাজিকমাধ্যমের আলোচনায় নতুন মাত্রা যুক্ত করছেন ইংরেজি দৈনিক নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর।
ওই ঘটনার প্রেক্ষিতে ফেসবুকে নিজের আইডিতে শনিবার একটি পোস্ট দিয়েছেন খ্যাতিমান এই সাংবাদিক। তিনি বলেন, ধর্মপ্রাণ কোনো মুসলমান বা ধর্মপ্রাণ হিন্দু এই কাজ করতে পারে না। বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেয়ার জন্য তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে।
নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ইংরেজিতে লেখা পোস্টটির বাংলা করলে দাঁড়ায়, ধর্মপ্রাণ মুসলমান নিজেদের কোরআন অবমাননা করে মূর্তির কোলে রাখতে পারেন না। পূজামণ্ডপে ঝুঁকিপূর্ণ হবে জেনেও ধর্মপ্রাণ কোনো হিন্দুও এমনটি করতে পারে না।
দেশের কিছু এলাকায় ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতা নিয়ন্ত্রণের বিষয়ে সাংবাদিক নুরুল কবীর বলেন, দেশপ্রেমিকদের নিজেদের সামর্থ্য অনুযায়ী এ নিয়ে কাজ করতে হবে। ইচ্ছাকৃতভাবে এসব অপকর্ম করা অপরাধীদের স্থানীয় বা বিদেশি হলেও খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।