কাদেরকে ফখরুল : আপনি কি ভোট ডাকাতির রেকর্ড ভাঙতে চান?

Daily Nayadiganta


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপির ভোট ডাকাতির রেকর্ড নাকি কেউ ভাঙতে পারবে না। উনি কি ভাঙতে চান? রেকর্ড ভাঙতে চায় বলেই ২০১৮ সালের নির্বাচনের আগের রাতে চরম ভোট ডাকাতি করেছে। এ কোন সমাজে আসলাম আমরা যেখানে রাজনীতিবিদরা বলছেন যে, তারা ভোট ডাকাতির রেকর্ড ভাঙতে চান।

মির্জা ফখরুল বলেন, গোটা পৃথিবী এখন একটি চরম দুঃসময় কাটাচ্ছে। একদিকে মহামারির আগ্রাসন আরেকদিকে গণতন্ত্রের মৃত্যুর দিকে চলে যাওয়া। কর্তৃত্ববাদ, একনায়কতন্ত্র বেড়ে উঠছে, সেই সাথে দাম্ভিকতা অহংকার, সাধারণ মানুষকে অবজ্ঞা যেন এই সময়কার রাজনীতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে।

মির্জা ফখরুল বলেন, আজকে নতুন বছরের দ্বিতীয় দিন। আমরা অনেক স্বপ্ন দেখতে চাই, আমরা চাই এই বছর অনেক সুন্দর হয়ে আসবে। করোনাসহ সবকিছু মিলিয়ে আমাদের জীবন যে দুর্বিষহ হয়ে উঠেছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। কিন্তু বাস্তবতা দেখতে গেলে আজকে বলা হচ্ছে- বাংলাদশ হাইব্রিড রেজিমের দেশ। এখানে গণতন্ত্র শংকর গণতন্ত্রে পরিণত হয়েছে। গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা আছে দেশে।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদের সভাপতি কবি প্রফেসর আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও সদস‌্য স‌চিব স‌হিদুল ইসলাম বাবলুর সঞ্চলনায় স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান ডা. এ জেড এম জা‌হিদ হাসান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জহুরুল ইসলাম সাহাজাদা মিয়া, যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, ম‌হিলা দ‌লের যুগ্ন সাধারণ সম্পাদক হে‌লেন জে‌রিন খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফের মে‌য়ে নায়াবা ইউসুফ, কৃষকদ‌লের আহবায়ক ক‌মি‌টির সদস‌্য লায়ন মিয়া আ‌নোয়ার, কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ।

2 COMMENTS

  1. In the absence of people’s active resistance, the ruler’s mandate is forcibly held by the dictatorial rulers. To make dictatorship taste bitter, the prevalence of anarchy is needed.

Comments are closed.