- খেলাধুলা প্রতিবেদক
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই সভায় বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করবেন বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। তবে তিনি সশরীরে উপস্থিত না থেকে অনলাইনে যুক্ত হবেন। এই সিদ্ধান্তের ফলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কেটে গেল।

গত কয়েক দিন ধরেই ক্রিকেট বিশ্বে মূল আলোচনার বিষয় ছিল ঢাকায় আয়োজিত এসিসির বার্ষিক সাধারণ সভায় ভারতের অংশগ্রহণ। সভাটি ঢাকায় আয়োজন নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিসিসিআই। ভেন্যু পরিবর্তন না করা হলে এশিয়া কাপ বর্জনের হুমকিও দিয়েছিল তারা। ফলে শুধু এসিসির সভা নয়, খোদ এশিয়া কাপের ভবিষ্যৎই পড়েছিল শঙ্কায়।
তবে শেষ পর্যন্ত ভারতের পক্ষ থেকেও মিলল ইতিবাচক সাড়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষে রাজীব শুক্লার অনলাইনে সভায় যোগ দেওয়ার কথা।’ এর আগে ভারতের একাধিক সাংবাদিকও সামাজিক যোগাযোগমাধ্যমে রাজীব শুক্লার অনলাইন অংশগ্রহণের খবরটি জানান।
এদিকে, ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমানও ঢাকার সভা বয়কট করতে পারে। কিন্তু সেই গুঞ্জনও সত্যি হয়নি। আফগানিস্তান ও ওমান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে ঢাকায় আয়োজিত সভায় তাদের যোগদান নিশ্চিত করেছে। অন্যদিকে, শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মী সিলভা অসুস্থতার কারণে অনলাইনে সভায় যোগ দেবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
আগামীকাল ঢাকার একটি অভিজাত হোটেলে দুই দিনব্যাপী এই বার্ষিক সাধারণ সভা শুরু হতে যাচ্ছে। ভারতের অংশগ্রহণের মধ্য দিয়ে এই সভা এখন তার স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে এবং এশিয়া কাপ আয়োজন নিয়ে আর কোনো বাধা রইল না বললেই চলে।