কমিশন পেতেই সরকার ফ্রান্স থেকে এয়ারবাস কিনছে: মির্জা ফখরুল

১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ পিএম
Image not found

কমিশন পেতেই সরকার ফ্রান্স থেকে ১০টি এয়ারবাস কিনছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

ঢাকা উত্তরে মিরপুর জোনে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের কাছে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেলে লিফলেট বিতরণ করবেন।

লিফলেট বিতরণের উদ্বোধনকালে ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ফরহাদ হালিম ডোনার, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, তাইফুল ইসলাম টিপু, তাবিথ আউয়াল, ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যাপক হারুন আল রশিদ, অধ্যাপক আব্দুস সালাম, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ঢাকা মহানগরের ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ: মির্জা ফখরুল

পরে বিএনপি মহাসচিবসহ নেতারা ফুটপাতের পথচারীসহ যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।