নিজস্ব প্রতিবেদক
কথিত রাষ্ট্রদ্রোহের অভিযোগ ও ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ফ্যাসিবাদি সরকারের আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
কথিত রাষ্ট্রদ্রোহ অভিযোগে দায়ের করা মামলায় শাহাদাত হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানিয়েছিলেন।
এর আগে গত ২২ অক্টোবর এই মামলায় ফ্যাসিবাদি সরকারের একই আদালত সাংবাদিক রুহুল আমিন গাজীর জামিন নামঞ্জুর কারাগারে পাঠিয়েছেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মামলার অভিযোগে থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় ‘শহীদ আবদুল কাদের মোল্লার ষষ্ঠ শাহাদাতবার্ষিকী আজ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
আবদুল কাদের মোল্লাকে শহিদ বলে উল্লেখ করার অভিযোগে দৈনিক সংগ্রাম অফিসে হামলা চালায় মুক্তিযুদ্ধের মঞ্চ নাতে কথিত একটি সংগঠন। তারা সংগ্রাম অফিসে ভাংচুর চালিয়ে পত্রিকাটির বয়োজ্যষ্ঠ সম্পাদক আবুল আসাদকে টেনে তাঁর কার্যালয় থেকে বের করে এবং পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
ফ্যাসিবাদি সরকারের পরিকল্পিত রায়ের মাধমে (স্কাইপ স্ক্যান্ডালে ট্রাইব্যুনাল চেয়ারম্যান নিজামুল হক নাসিমের বক্তব্যে সেটা স্পষ্ট) ফাঁসি দেয়া আবদুল কাদের মোল্লাকে ‘শহিদ’ হিসাবে উল্লেখ করায় ২০১৯ সালের ১৩ ডিসেম্বর দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ ও প্রধান প্রতিবেদক রুহুল আমিন গাজীসহ আট জনের বিরুদ্ধে আফজাল হোসেন নামে একজন রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। এই মামলায় সিনিয়র ৩ সাংবাদিককে এখন কারাগারে আটক রাখা হচ্ছে।