ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্ক বিষয়ক তৃতীয় ধাপের বৈঠক শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০০: ৪৯
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০০: ৫৪

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দুইটায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ আলোচনা শুরু হয়। যা বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আগামীকাল স্থানীয় সময় সকাল ৯ টায় আবারও আলোচনা শুরু হবে।

বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রতিনিধি দলে আরো আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটন ডিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here