- by খেলাধুলা প্রতিবেদক
মাত্র ৪৮ ঘন্টা আগে আইপিএল স্বপ্নকে বিসর্জন দিয়েছিলেন তাসকিন আহমেদ। প্রথমবার সুযোগ পেয়েও দেশের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আইপিএলকে ‘না’ বলেছেন তিনি। সেঞ্চুরিয়নে বুধবার সেই তাসকিনই বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের রূপকার। ৩৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে ২-১ এ ওয়ানডে সিরিজ হারানোর গৌরব অর্জন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথমবার এমন অর্জনে ভাসলো টাইগাররা।
অথচ গত জানুয়ারি মাসে প্রোটিয়াদের কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল শক্তিশালী ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের অসামান্য অর্জনে বাংলাদেশ দলের জন্য ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিবি।
সেঞ্চুরিয়নে ম্যাচ শেষে ক্রিকেটারদের সামনে এ পুরস্কার ঘোষণা করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। পরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘একটা ঘোষণা ছিল এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’
ম্যাচের পর ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই কথপোকথনের বিষয়ে জালাল ইউনুস বলেছেন, ‘আমার স্পিকার অন করে ঢাকায় ফোন দিয়েছিলাম। মাননীয় সভাপতি সাহেব পুরো দলের সাথে কথা বলেছেন। সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’