সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রোববার সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ থাকছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের বিজ্ঞপ্তির ভাষ্য, এ জে মোহাম্মদ আলীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে। এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
আপিল বিভাগের রেজিস্ট্রারের সই করা বিজ্ঞপ্তির ভাষ্য, এ জে মোহাম্মদ আলীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম সকাল সাড়ে ১০টা পর্যন্ত চলবে। এরপর বিচারিক কার্যক্রমসহ চেম্বার কোর্টের শুনানি কার্যক্রম বন্ধ থাকবে।
এ জে মোহাম্মদ আলী (৭৩) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান। গত শুক্রবার সন্ধ্যায় তাঁর মরদেহ ঢাকায় আনা হয়। গতকাল শনিবার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর প্রথম জানাজা হয়। এরপর বাদ আসর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তাঁর জানাজা হয়। গতকাল সন্ধ্যায় তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০১ সালের অক্টোবরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান এ জে মোহাম্মদ আলী। পরে তিনি দেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালের ৩০ এপ্রিল থেকে ২০০৭ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
এ জে মোহাম্মদ আলীর বাবা এম এইচ খন্দকার দেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০১৩-১৪ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এ জে মোহাম্মদ আলী।
prothom alo