এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

logo

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ |সংগৃহীত

আরব আমিরাত সফর দীর্ঘ হচ্ছে বাংলাদেশের। এশিয়া কাপের পর আফগানিস্তানের সাথে সেখানেই সিরিজ খেলবে টাইগাররা। শুধু টি-টোয়েন্টি নয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে তারা।

আগামী ৯ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। ২০ ওভারের ফরম্যাটে এই মহাদেশীয় আসরটি ২৮ সেপ্টেম্বর পর্দা নামবে। এরপর ২ অক্টোবর থেকে শুরু হবে এই সিরিজ।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

শনিবার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করে তারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গড়াবে সব খেলা।

সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২ অক্টোবর, এরপর ৪ ও ৬ তারিখ মাঠে গড়াবে সিরিজের বাকি দু’ ম্যাচ। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর।

এই সিরিজ আয়োজন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান। বলেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজের আয়োজন করতে পেরে গর্বিত।’

‘এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেয়ার অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয়।’

সিরিজটি মূলত গেল বছরের পিছিয়ে যাওয়া সিরিজের অংশ। ২০২৪ সালের জুলাইয়ে দু’ দলের দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে পরবর্তী সময়ে সিরিজটি স্থগিত করে বিসিবি।