- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ মে ২০২২, ১৪:১৭, আপডেট: ২৫ মে ২০২২, ১৪:১৮
ফরাসি ফুটবল ম্যাগাজিনের আয়োজনে বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর প্রদান করা হবে আগামী ১৭ অক্টোবর। ঐতিব্যহাবী এই ট্রফি বর্ষপঞ্জীতে আগস্ট-জুলাই একটি নিয়মিত মৌসুমের ওপর ভিত্তি করে প্রদান করা হয়।
ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১২ আগস্ট মনোনীতদের নাম প্রকাশ করা হবে। মূল অনুষ্ঠান প্যারিসের থিয়েটার ডু চ্যালেটে অনুষ্ঠিত হবে।
২০২১ সালে পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি ও চেলসির জর্জিনহোকে পিছনে ফেলে রেকর্ড সপ্তমবারের মত ব্যালন ডি’অর জয় করেছিলেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা উপহার দেয়া লিওনেল মেসি।
সূত্র : বাসস