এবারই শেষ আইপিএল খেলতে পারেন যে তিন ক্রিকেটার

ধোনিসহ আরও দুজনের আইপিএল ক্যারিয়ার হয়তো এবারই শেষ
ধোনিসহ আরও দুজনের আইপিএল ক্যারিয়ার হয়তো এবারই শেষবিসিসিআই

মেগা নিলাম শেষ, ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুছিয়ে ফেলেছে। ঋষভ পন্তের রেকর্ড ভাঙা দাম, বোলারদের দাপটসহ নিলামের আগে-পরে যেসব বিষয় নিয়ে বেশি আলোচনা হয়েছে, তার মধ্যে আছে আনক্যাপড খেলোয়াড় হিসেবে চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখার বিষয়টি।

এখন আলোচনা ধোনিসহ আরও দুজনের আইপিএল ক্যারিয়ার নিয়ে। এবার আইপিএল খেলা হবে না হয়তো আরও অনেকেরই। তবে তিনজন ক্রিকেটার আছেন, যাঁদের আইপিএল ক্যারিয়ার এবার শেষ হতে চলেছে, এটা প্রায় নিশ্চিত।

মহেন্দ্র সিং ধোনি, ভারত

আগের মৌসুমেও উঠেছিল প্রশ্নটি—এটাই কি শেষ আইপিএল ভারতের সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যানের! সিদ্ধান্তটি একান্তই তাঁর। এবারও যেমন ৪ কোটি রুপিতে আনক্যাপড খেলোয়াড় হিসেবে তাঁকে ধরে রেখেছে চেন্নাই। তিনিও আরেকটি মৌসুম খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বয়স হয়ে গেছে ৪৩ বছর।

মহেন্দ্র সিং ধোনিকে এমন রূপে হয়তো আর বেশি দিন দেখা যাবে না
মহেন্দ্র সিং ধোনিকে এমন রূপে হয়তো আর বেশি দিন দেখা যাবে নাবিসিসিআই

এ কারণেই অনেকে মনে করছেন আইপিএলের আগামী মৌসুমটা খেলে ধোনি তাঁর দল চেন্নাই ও নিজের ভক্তদের বিদায় বলে দিতে পারেন। ধোনি যখনই অবসর নিন, তাঁর অবসর বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রেই থাকবে। কারণ, ধোনির অবসরে যে ক্রিকেটেও একটি যুগের অবসান হবে।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ককে তাঁর ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধরে রাখেনি। তবে নিলামে তিনি নাম দিয়েছেন এবং তাঁকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ডু প্লেসিকে দিল্লি কিনলেও তাঁর একাদশে নিয়মিত সুযোগ পাওয়াটা অনিশ্চিতই। সব মিলিয়ে ৪০ বছর বয়সী ডু প্লেসিও আইপিএলকে আগামী মৌসুমের পরই বিদায় বলে দিতে পারেন বলে ধারণা অনেকের।

ফাফ ডু প্লেসি এবার খেলবেন দিল্লির হয়ে
ফাফ ডু প্লেসি এবার খেলবেন দিল্লির হয়েএক্স

মঈন আলী, ইংল্যান্ড

আইপিএলের অন্যতম সফল এক স্পিনার ইংল্যান্ডের অলরাউন্ডার। বছরের পর বছর ধরে নিজের অভিজ্ঞতার ঝলক তিনি আইপিএলে দেখিয়েছেন। আইপিএলে ৬৭ ম্যাচ খেলে ৩৫ উইকেট নেওয়া মঈন আলীর সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়।

ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী খেলবেন কলকাতার হয়ে
ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী খেলবেন কলকাতার হয়েরয়টার্স

এটাই টুর্নামেন্টটিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এমনকি তিনি যদি আইপিএল ক্যারিয়ারটা চালিয়ে যেতে চানও, আসছে মৌসুমে অসাধারণ কিছু করেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মন জয় করতে হবে।

prothom alo