একজন মেরিটাইম বটবৃক্ষ ক্যাপ্টেন ফজলুর রহমান চৌধুরীকে আমরা দুদিন আগে হারিয়েছি!

 

https://youtu.be/Ct4UXv59bN8?t=5

by Minar Rashid 19 October 2022

একটা জাতিকে শুধু একজন সিঙ্গেল ব্যক্তি ফাদারিং করেন না। এই ফাদারিং এর কাজটি করেন অনেকে। রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি শাখা বা পার্ট বিনির্মাণে অনেকের শ্রম বা সাধনার প্রয়োজন হয় । মেরিটাইম সেক্টরেও তেমনি কিছু টাউয়ারিং ব্যক্তিত্ব ছিলেন। ইনাদেরকে জাতির মেরিটাইম ফাদারস বা মেরিটাইম বটবৃক্ষ বলে অভিহিত করাই যথাযথ হবে। এমনই একজন মেরিটাইম বটবৃক্ষ ক্যাপ্টেন ফজলুর রহমান চৌধুরীকে আমরা দুদিন আগে হারিয়েছি! তাঁকে নিয়েই আজকের এপিসোডটি সাজানো হয়েছে। জাতীয় ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিলেন আমাদের এই মেরিটাইম বটবৃক্ষ! হজযাত্রী পরিবহনের নিমিত্তে হিজবুল বাহার জাহাজের প্রথম কমান্ডিং অফিসার ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়ার হিজবুল বাহারে করে সেই বিখ্যাত নৌ – ভ্রমনের সময় কমান্ডিং অফিসারও তিনি ছিলেন। ঘরোয়া পরিবেশে তার নিজের মুখ থেকে সেই ঘটনার বর্ণনা আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হবে।

একজন দক্ষ প্রফেশনাল হওয়া সত্ত্বেও আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়েও নিঃশঙ্কচিত্তে কথা বলতেন । নিজের পছন্দ অপছন্দের কথা জানাতেন। তিনি কোনো বুদ্ধিবৃত্তিক ফ্যাশন দ্বারা প্রভাবিত হতেন না। শুধু স্রোতের অনুকূলে কথা বলতেন না। বরং জাতির প্রকৃত বিবেক হিসাবে হৃদয় থেকেই কথাগুলি বলতেন। একটু সময় নষ্ট করে শোনুন আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ঘটনাগুলির বিবরণ!