24 December 2022
বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা, শেখ হাসিনা বঙ্গবন্ধুর আছে যে দুই নিশানা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা বিনা ভাড়ায় বসবাস করেন উত্তর লন্ডনের একটি বাড়িতে। অফশোর “শেল” বা খোলস কোম্পানি ব্যবহার করে মালিকের নাম গোপন রাখা হয়েছিল। তাই এই বাড়ির মালিক কে, তা নিয়ে এতদিন পর্যন্ত ছিল রহস্য। নেত্র নিউজের অনুসন্ধানে উঠে আসে, বাড়ির মালিক বেক্সিমকো গ্রুপের শায়ান এফ রহমান। তিনি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সালমান এফ রহমানের ছেলে। বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমান আওয়ামী লীগের সংসদ সদস্য ও মন্ত্রী পদমর্যাদায় শেখ হাসিনার উপদেষ্টা। যুক্তরাজ্যের এস্টেট এজেন্টদের তথ্য মতে বাড়িটির মাসিক ভাড়া প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা। ২০১১ সালে প্রায় ১৫.৪ কোটি টাকায় বাড়িটি কেনা হয়েছিল। শেখ রেহানাকে বাড়িটিতে থাকতে দেয়ার বন্দোবস্তে সালমান ও শায়ান রহমান উভয়ই জড়িত।
Report by Tasneem Khalil; Netranews
Video from youtube