- by ২৪ ডেস্ক
-
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. শাহে আলম মুরাদ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে উত্তরার একটি বাসা থেকে মুরাদকে আটক করা হয়। মুরাদ ঢাকা মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটিরও সদস্য।
তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক শীর্ষ নেতা দেশ ছেড়ে পালিয়ে যান, আবার কেউ কেউ গ্রেপ্তার হন।