- ২৪ ডেস্ক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় জরুরি সহায়তা নিয়ে এগিয়ে এসেছে একাধিক দেশ। সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের একটি দল মঙ্গলবার রাতেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। অন্যদিকে, ভারতও চার সদস্যের একটি বিশেষায়িত মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত করেছে, যারা আগামীকালের মধ্যেই ঢাকায় পৌঁছাতে পারে।

মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই আন্তর্জাতিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত ছাড়াও চীন এবং জাপানও এই মানবিক সংকটে বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে। দেশগুলো জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য বাংলাদেশের ঠিক কী ধরনের সহায়তা প্রয়োজন, তা জানালেই তারা দ্রুত ব্যবস্থা নেবে।
কূটনৈতিক সূত্র অনুযায়ী, ভারতের প্রস্তাবটি সবচেয়ে দ্রুত বাস্তবায়িত হতে যাচ্ছে। দিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক প্রকাশ ও সহযোগিতার আশ্বাসের পর একটি চার সদস্যের দল প্রস্তুত করা হয়েছে। এই দলে দুজন দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুজন নার্স রয়েছেন। ঢাকার সবুজ সংকেত পেলেই তারা রওনা দেবেন। আজ ঢাকায় ভারতীয় হাইকমিশন এ সংক্রান্ত একটি চিঠিও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
এদিকে সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুজন নার্সের একটি দল আজ রাতেই ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। পরবর্তীতে সিঙ্গাপুর থেকে আরও একটি চিকিৎসা প্রতিনিধিদল আসতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। তবে চীন ও জাপান ঠিক কবে এবং কীভাবে তাদের সহায়তা পাঠাবে, তা এখনো নির্দিষ্ট করে জানায়নি।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এরই মধ্যে প্রয়োজনীয় সহায়তার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে আমাদের চিকিৎসক, নার্স, কিছু বিশেষায়িত ওষুধ এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন।’ তিনি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের চাহিদার ভিত্তিতেই বন্ধু রাষ্ট্রগুলোর কাছে সহায়তার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরা হবে।