- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ আগস্ট ২০২৩, ০৫:৪৩, আপডেট: ০৮ আগস্ট ২০২৩, ০৬:১৬
একদিকে শ্বশুর। একদিকে জামাই। শাহিদ আফ্রিদি খেলে চলেছেন কানাডা গ্লোবাল টি২০ লিগে। আর মেয়ের জামাই শাহিদ আফ্রিদি খেলছেন ইংল্যান্ডে একটি টুর্নামেন্টে। শ্বশুর আর জামাই রয়েছেন পরস্পরের থেকে বহু দূরে। কিন্তু উইকেট নেয়ার পর দু’জনের একই ধরণের সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
দু’জনেই একই দিনে বিশ্বের দু’প্রান্তে মাঠে নেমেছিলেন। দু’জনেই দুটি করে উইকেট নিয়েছেন। উইকেট পাওয়ার পর দু’হাত তুলে সেলিব্রেশনে মেতেছেন। ওয়েলস ফায়ারের হয়ে শাহিন খেলতে নেমেছিলেন ম্যাঞ্চেস্টার ওরিজিনালসের বিরুদ্ধে। আর শাহিদ আফ্রিদি টরন্টো ন্যাশনালসের হয়ে নেমেছিলেন ভ্যাঙ্কুভার নাইটসের বিরুদ্ধে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে শাহিদ আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করেন শাহিন।
সূত্র : আজকাল