স্টাফ রিপোর্টার
(৭ ঘন্টা আগে) ২১ মে ২০২৫, বুধবার, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫১ অপরাহ্ন
চলমান রাজনৈতিক সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর শাখা।
বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে এই কর্মসূচি পালন করতে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি পক্ষপাতদুষ্ট ও অবৈধ কমিশন, যা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনে গঠিত।
দলটির নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের বর্তমান কাঠামো জনআস্থাহীন এবং গণতান্ত্রিক নির্বাচনের পথে প্রধান অন্তরায়। ফলে চলমান সংকটের সমাধানে সংস্কার কমিশনের প্রস্তাব বিবেচনায় নিয়ে বিদ্যমান আইন বাতিল করে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিকল্প নেই।
এনসিপি যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ বলেন, হাসিনার আমলে গঠিত নির্বাচন কমিশনের আইন বাতিল করতে হবে। প্রস্তাবিত নির্বাচন কমিশন পুনর্গঠনে এটা বাস্তবায়ন করতে হবে। মানুষ সেবা না পেলে সরকার ফাংশন করতে পারবে না। যার কারণে দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে। যাতে মানুষকে সেবা পেতে ভোগান্তি পোহাতে না হয়।
এ বিষয়ে এনসিপির এক জরুরি বৈঠকে মঙ্গলবার রাতে সিদ্ধান্ত নিয়ে বুধবারের এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ভবনের সামনের রাস্তায় দেয়া হয়েছে কাঁটাতারের ব্যারিকেড।