ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি : ইসরাইলি সংবাদমাধ্যম

logo

নয়া দিগন্ত অনলাইন
ইরানের ইসফাহান পারমাণবিক গবেষণা কেন্দ্র
ইরানের ইসফাহান পারমাণবিক গবেষণা কেন্দ্র |সংগৃহীত

ইরান ও ইসরাইলের মধ্যে টানা ১২ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে ‘পরম বিজয়’ ঘোষণা করে দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে।

তবে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি।

বুধবার (২৫ জুন) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু সম্প্রতি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে ‘সম্পূর্ণ বিজয়’ অর্জিত হয়েছে। তিনি বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। একইসাথে ধ্বংস করা হয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ, যা নেতানিয়াহুর ভাষায় ‘ইসরাইকে ধ্বংসের জন্য প্রস্তুত করা হয়েছিল’।

তবে নেতানিয়াহুর এমন দাবির বিপরীতে ইসরাইলি সংবাদমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার সূত্রে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালিয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত করা হলেও তা পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি।

ইরানের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নেতানিয়াহু ও ইসরাইলি সেনাবাহিনী জানিয়ে দিয়েছে, তারা এখন তাদের মনোযোগ গাজায় ফিরিয়ে নিচ্ছে। গাজায় ইসরাইলের যুদ্ধ এখনো চলমান এবং ইরানের সাথে ইসরাইলের ১২ দিনের যুদ্ধে প্রায় ৮৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।