- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ আগস্ট ২০২১
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে এক ইনিংস ও ৭৬ রানে হেরেছে ভারত। লিডসের এ ম্যাচে জয়ের মাধ্যমে সমতায় ফিরল স্বাগতিক ইংল্যান্ড।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া ভারত প্রথম ইনিংসে করেছিল ২৭৮ রান। জবাবে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৪৩২ রান।
দ্বিতীয় ইনিংসে ভারত সংগ্রহ করতে পেরেছে মাত্র ৭৮ রান। খেলে মাত্র ৪০.৪ ওভার।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। দ্বিতীয় টেস্টে ভারত জয় পেয়েছিল ১৫১ রানে।