- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ মে ২০২১
ঔষধ প্রশাসন অধিদপ্তর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে চীনের করোনার ভ্যাকসিন সিনোভ্যাক তৈরির অনুমতি দেয়া হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদন প্রদান-সংক্রান্ত খবরটি সঠিক নয়।
তিনি বলেন, মূলত দেশে কোভিড-১৯ টিকা উৎপাদনের অনুমতি এখন পর্যন্ত কোনো টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেয়া হয়নি।