ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং অপশাসন-নির্যাতনের প্রতিবাদে ১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিলির কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। দলটির অধিকাংশ নেতাকর্মী যখন পলাতক তখন কোন প্রক্রিয়ায় এ কর্মসূচি পালন হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ অবস্থায় বাসাবাড়ি ও সরকারি-বেসরকারি অফিসে পত্রিকা বিলির দায়িত্বে থাকা হকারদের কাজে লাগিয়ে নতুন কৌশলে লিফলেট বিলির কার্যক্রম চালাতে পারে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা– এমন খবর রয়েছে একটি গোয়েন্দা সংস্থার কাছে। তাই দলটির কর্মসূচি শুরু আগের দিন (৩১ জানুয়ারি) হকারদের মৌখিকভাবে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি সকালে একটি গোয়েন্দা সংস্থার লোকেরা ঢাকার বিভিন্ন এলাকার পত্রিকা বিলির দায়িত্বে থাকা হকারদের গিয়ে নির্দেশনা দিয়েছেন যে, তারা যেন পত্রিকার সঙ্গে সরকারবিরোধী কোনো দলের লিফলেট কিংবা প্রচারপত্র বিলি না করেন। যারা এ নির্দেশনা অমান্য করবেন তাদের কারাগারে নেওয়াসহ আর্থিক জরিমানা করারও হুঁশিয়ারি দেওয়া হয়। তবে, বিভিন্ন স্কুল-কলেজ কিংবা বিভিন্ন পণ্যের প্রচারপত্র বিলি করতে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে।