আহতদের ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক, শনাক্ত করা যায়নি ৭ লাশ

logo

নয়া দিগন্ত অনলাইন
ব্রিফ করেছেন ডা: মো: সায়েদুর রহমান
ব্রিফ করেছেন ডা: মো: সায়েদুর রহমান |সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা: মো: সায়েদুর রহমান।

এছাড়া নিহতদের মধ্যে ১৭ জনই শিশু বলেও জানান তিনি।

সোমবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

তিনি আরো জানান, নিহতদের মধ্যে সাতজনের লাশ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা লাগবে বলেও জানিয়েছেন তিনি।

চিকিৎসকদের বরাতে তিনি জানান, আহতদের মধ্যে বর্তমানে ৮৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

তবে আন্তঃবাহিনী সংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২০ এবং আহত হয়েছেন আরো ১৭১ জন।

সমাপ্ত করা হয়েছে উদ্ধার তৎপরতা। রাত ৮টায় ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শেষ করলেও বিমান বাহিনী বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সরানো পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে মোতায়েন ছিল। রাত ৯টা ১০ মিনিটে ঘটনাস্থল থেকে সব ইউনিট প্রত্যাহার করা হয়।

সোমবার দুপুর ১টা ৬ মিনিটে এই দুর্ঘটনা ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। এ সময় হতাহতদের উদ্ধার করা সিএমএইচ, কুর্মিটোলা হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিক্যালসহ উত্তরার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here