আর্জেন্টিনার ফুটবলারদের জার্সি নম্বর ঘোষণা, মেসির কতো?

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১৫ নভেম্বর ২০২২, ১৯:১৯
আর্জেন্টিনার ফুটবলারদের জার্সি নম্বর ঘোষণা – ছবি : সংগৃহীত

আসন্ন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে কোনো ২৬ জন খেলবে চার দিন আগে তাদের তালিকা প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

এবার নিশ্চিত হলো বিশ্বকাপে কে কোন নম্বরের জার্সি পরে আর্জেন্টিনার হয়ে মাঠ মাতাবেন সেটা। অবধারিতভাবে মেসিই ১০ নম্বর পরে খেলবেন, যদিও তিনি পিএসজিতে ৩০ নম্বর জার্সি পরে খেলেন এখন। ১১ নম্বর পরবেন ডি মারিয়া আর লাউতারো মার্তিনেজ পরবেন ২২ নম্বর।

ক্রিকেটে দেখা যায় খেলোয়াড়েরা নিজেদের পছন্দ মতো নম্বর পরতে। তবে ফুটবল একটু ভিন্ন, এখানে স্কোয়াড যত সংখ্যার হবে ১ থেকে তত সংখ্যা পর্যন্ত জার্সি নম্বর বরাদ্দ থাকে। আগের বিশ্বকাপগুলোতে সংখ্যাটা ছিল ১ থেকে ২৩ পর্যন্ত, যেহেতু আগে স্কোয়াড ছিল ২৩ জনের। এখন করোনা এবং বদলি খেলোয়াড়ের সংখ্যা পাঁচজন হওয়াতে স্কোয়াড সংখ্যা দাড়ায় ২৬ জনের। আগের নিয়মে বদলি খেলোয়াড়ের সংখ্যা ছিল তিনজন।

তাই প্রতিটি দলের ২৬ জন ফুটবলারকে ১ থেকে ২৬ পর্যন্ত নম্বর বেছে নিতে হবে। আসুন দেখে নিই আর্জেন্টিনার ফুটবলাররা কে কত নম্বর জার্সি পরে বিশ্বকাপ মাতাবেন—

১. ফ্রাঙ্কো আরমানি (গোলকিপার)
২. হুয়ান ফয়েথ (ডিফেন্ডার)
৩. নিকোলাস তাগ্লিয়াফিকো (ডিফেন্ডার)
৪. গঞ্জালো মন্তিয়েল (ডিফেন্ডার)
৫. লিয়ান্দ্রো পারেদেস (মিডফিল্ডার)
৬. জার্মান পেজ্জেলা (ডিফেন্ডার)
৭. রদ্রিগো ডি পল (মিডফিল্ডার)
৮. মার্কোস আকুনা (ডিফেন্ডার)
৯. হুলিয়ান আলভারেজ (ফরোয়ার্ড)
১০. লিওনেল মেসি (ফরোয়ার্ড, অধিনায়ক)
১১. আনহেল ডি মারিয়া (ফরোয়ার্ড)
১২. জিরোনিমো রুলি (গোলরক্ষক)
১৩. ক্রিশ্চিয়ান রোমেরো (ডিফেন্ডার)
১৪. ইক্সকুয়েল প্যালাসিওস (ডিফেন্ডার)
১৫. নিকোলাস গঞ্জালেজ (ফরোয়ার্ড)
১৬. হুয়াকিন কোরেয়া (ফরোয়ার্ড)
১৭. আলাজান্দ্রো গোমেজ (মিডফিল্ডার)
১৮. গুইদো রদ্রিগুয়েজ (মিডফিল্ডার)
১৯. নিকোলাস ওটামেন্ডি (ডিফেন্ডার)
২০. এলেক্সিস ম্যাক অ্যালিস্টার (মিডফিল্ডার)
২১. পাওলো দিবালা (ফরোয়ার্ড)
২২. লাওতারো মার্তিনেজ (ফরোয়ার্ড)
২৩. এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক)
২৪. এনজো ফার্নান্দেজ (মিডফিল্ডার)
২৫. লিসান্দ্রো মার্তিনেজ (ডিফেন্ডার)
২৬. নাহুয়েল মলিনা (ডিফেন্ডার)