আম্বাতি ঝড়ের পরও জিতল পাঞ্জাব

  •  ২৬ এপ্রিল ২০২২, ০২:২১

আম্বাতি ঝড়ের পরও জিতল পাঞ্জাব – ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে সোমবার জয় পেয়েছে পাঞ্জাব কিংস। চেন্নাই সুপার কিংসকে ১১ রানে হারিয়েছে দলটি। আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব করে ৪ উইকেটে ১৮৭ রান। জবাবে চেন্নাই থামে ৬ উইকেটে ১৭৬ রানে।

৮ ম্যাচে সমান চার জয় ও হারে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে পাঞ্জাব। সমান ম্যাচে চার হার ও দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে নয়ে আছে চেন্নাই।

বড় লক্ষ্যে খেলতে নেমে ৪০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। এখান থেকে দলকে জয়ের স্বপ্ন দেখান আম্বাতি রাইডু। তার সাথে থাকা ঋতুরাজ ৩৭ বলে ৩০ রানে বিদায় নিলেও আম্বাতি ছিলেন বেশ মারমুখি।

অধিনায়ক রবীন্দ্র জাদেজাকে সাথে নিয়ে দলকে নিয়ে যান ১৫৩ রান পর্যন্ত। রাবাদার বলে বোল্ড হয়ে ফেরেন আম্বাতি। তার বিদায়ে ফিকে হয়ে যায় চেন্নাইয়ের স্বপ্ন। তবে আম্বাতি খেলে যান দেখার মতো ইনিংস। ৩৯ বলে তিনি খেলেন ৭৮ রানের ঝলমলে ইনিংস। সাত চারের পাশাপাশি তিনি হাঁকান ছয়টি ছক্কা।

শেষ ওভারে দরকার ছিল ২৭ রান। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ধোনি উত্তেজনা তৈরি করলেও শেষ রক্ষা হয়নি। ৮ বলে ১২ রান করেন ধোনি। ১৬ বলে ২১ রানে অপরাজিত থাকেন জাদেজা।

এর আগে ব্যাট করতে নেমে দলীয় ৩৭ রানে প্রথম উইকেট হারায় পাঞ্জাব। অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল সুবিধা করতে পারেননি। ২১ বলে ১৮ রান করে তিনি বিদায় নেন থিকসানার বলে দুবের হাতে ক্যাচ দিয়ে।

এরপর অবশ্য দলের বড় স্কোরের ভিত গড়ে দেন শিখর ধাওয়ান ও ভানুকা রাজাপাকসে। ৫৯ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন ধাওয়ান। তার ইনিংসে ছিল নয়টি চার ও দুটি ছক্কার মার।
রাজাপাকসে ৩২ বলে করেন ৪২ রান। সাত বলে দুই ছক্কা ও এক চারে ১৯ রান করেন লিভিংস্টন। চেন্নাইয়ের হয়ে ডুয়াইন ব্রাভো দুটি, থিকসানা নেন একটি উইকেট।