আমাকে আমার মতো খেলতে দাও

‘আমাকে আমার মতো খেলতে দাও’লিটন দাস

২০১৯ বিপিএলে রংপুর করেছিল ২৩৯ রান। ঠিক একই মাঠে গতকাল চট্টগ্রামে ২৩৯ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যা কিনা বিপিএলে যৌথভাবে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর এই সংগ্রহ মোকাবিলা করতে গিয়ে মঙ্গলবার ১৬৬ রান করে চট্টগ্রাম। ফলে ম্যাচটা ৭৩ রানে জিতে নেয় কুমিল্লা। দলটির হয়ে ৫৩ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন উইল জ্যাকস। আর ৩১ বলে ৬০ রান আসে লিটনের ব্যাট থেকে। এদিকে বল হাতে কুমিল্লার ভিনদেশি মইন আলি করেন হ্যাটট্রিক। সব মিলিয়ে তিনি একাই নেন চার উইকেট। তাঁর পাশাপাশি রিশাদও চার উইকেট শিকার করেন।

এমন দুর্দান্ত এক ম্যাচ শেষে নিজের ব্যক্তিগত পারফরম্যান্স এবং দলের কৌশল ও নানা দিক নিয়ে কথা বলেন কুমিল্লার দলনেতা লিটন, ‘আমি আমার রানের চেয়ে চিন্তা করেছি দলকে কীভাবে এগিয়ে নিতে পারব। এ কারণে জ্যাকসকে বলেছিলাম, তুমি স্বাভাবিক ক্রিকেট খেল, আমাকে আমার মতো খেলতে দাও। কাউকে না কাউকে আক্রমণ করতে হবে। আমার কাছে মনে হয়েছিল এই দিনটি আমি বেছে নিয়েছি অ্যাটাক করার জন্য। এদিক দিয়ে সন্তুষ্ট আছি।’

সোমবারই জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন লিটনও। বিপিএলের সংবাদ সম্মেলনে এসেছে সে প্রসঙ্গও। এ নিয়ে খুব একটা কথা বলতে চাননি তিনি, ‘এটা আমি জানি না। এটা ভালো হয় আপনি যদি বোর্ডের কাউকে প্রশ্ন করেন।’ নতুন অধিনায়ক শান্তর সঙ্গে কোনো কথা হয়েছে কিনা– এমন প্রশ্নের জবাবে লিটনের সোজাসাপ্টা উত্তর, ‘নাহ, কোনো কথা হয়নি।’

আপাতত তাঁর দৃষ্টি বিপিএলে। অন্য কিছু নিয়ে ভাবতে রাজি নন লিটন। যেমনটা জানিয়ে রাখলেন সাংবাদিকদের, ‘দেখেন, এখন আমি বিপিএল নিয়ে আছি, বিপিএল নিয়েই থাকি। যেহেতু এরই মধ্যে ঘোষণা করে দিয়েছে। এখানে তো বলার কিছু নাই।’

SAMAKAL