- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ এপ্রিল ২০২৩, ২০:৫৬
জয়ের ধারা ধরে রাখতে পারল না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফের হেরেছে তারা। শনিবার নাইটরা ৭ উইকেটে হেরেছে গুজরাট টাইটান্সের কাছে। রাহমানুল্লাহ গুরবাজের ঝড়ো ৩৯ বলে ৮১ রানের ইনিংসও পরাজয়ের বেড়াজাল থেকে বের করতে পারেনি কলকাতাকে, বিজয় শংকরের হার না মানা ২৪ বলে ৫১ রান গুজরাটের জয়ের জন্য যথেষ্ট হয়েছে।
টসে হেরে ব্যাট করতে নামা কলকাতার একাদশে এদিন ছিলেন না জেসন রয়৷ তবে রাহমানুল্লাজ গুরবাজ ও নারায়ণ জগদিশান মিলে দারুণ শুরু এনে দেন কলকাতাকে। যদিও আজো ইনিংস বড় করতে পারেননি জগদিশান, ফেরেন ১৫ বলে ১৯ রান করে। ব্যর্থ হয়েছেন তিন নম্বরে নামা শার্দুল ঠাকুরও। ফিরেছেন মাত্র ৪ রান করে।
৫ ওভারের মাত্র দলীয় মাত্র ৪৭ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর প্রায় একাই কলকাতার ইনিংস টেনেছেন গুরবাজ। তাকে যোগ সঙ্গ দিতে পারেননি কেউই, সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ভেঙ্কাটেস আইয়ার ১৪ বলে ১১ রান ও অধিনায়ক নিতিশ রানার ব্যাট থেকে আসে ৩ বলে ৪ রান।
১৫.২ ওভারে গুরবাজ ফিরেন ৩৯ বলে ৮১ রানের ইনিংস খেলে। ৭ ছক্কার আর ৫ চারে নিজের ইনিংস সাজান এই আফগান ব্যাটার। শেষের দিকে রিঙ্কু সিংয়ের ২০ বলে ১৯ ও আন্দ্রে রাসেলের ১৯ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেটে ১৭৯ পুঁজি পায় কলকাতা। গুজরাটের হয়ে ৩টি উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট পেয়েছেন নূর আহমেদ ও জসুয়া লিটল।
১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাটকে দারুণ শুরু এনে দেন ওপেনার শুভমান গিল। যদিও আরেক ওপেনার ঋদ্ধিমান সাহা ১০ বলে ১০ রান করে ফেরেন দলীয় ৪১ রানে৷ সাহা ফিরলে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ইনিংস টানেন গিল। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন আরো ৫০ রান। হার্দিক ফেরেন ২০ বলে ২৬ রান করে।
৩ বল পরই ফেরেন শুভমান গিলও। তবে সঙ্গী হয়েছে আক্ষেপ। ১ রানের জন্য অর্ধশতক হাতছাড়া করেন তিনি, আউট হন ৩৫ বলে ৪৯ রান করে। তবে তাতে পথ হারায়নি গুজরাট৷ গুজরাটের ইনিংস গড়ার দায়িত্ব নেন ডেভিস মিলার ও বিজয় শঙ্কর। শেষ পর্যন্ত গুজরাটকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তারা। ৪১ বলে হার না মানা ৮৭ রানের জুটি গড়েন দুজনে।
বিজয় শঙ্কর অর্ধশতক তুলে নিয়ে অপরাজিত থাকেন ২৪ বলে ৫১ রানে, ১৪ বলে ৩২ রানে অপরাজিত থাকেন মিলার। ১৩ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় গুজরাট। নারিন ও রাসেল নেন একটা করে উইকেট। এই জয়ের ফলে ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।