- by নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ তাদের আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। আত্মপ্রকাশের এক বছর পর আজ শনিবার সংগঠনটি এই কমিটি ঘোষণা করেছে। দলের সমন্বয়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর রাজধানীর পুরানা পল্টনে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘রাজনৈতিক সংকটের উত্তরণে পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এই কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন জাফর মাহমুদ। এ ছাড়া যুগ্ম-আহ্বায়ক হয়েছেন— জাহিদুল আলম, খাদেমুল ইসলাম, শামসুল আলম, তৌফিক শাহরিয়ার, তানভীর ইউসুপ, আলাউদ্দিন আদর, মারজান আহমেদ চৌধুরী, মিজানুর রহমান, গাজী নাছির, জাকারিয়া পলাশ, হাসানুজ্জামান, খালিদ হাসান, নুর মো. শুভ, নেছার বাধন, শহিদ ইবনে বারী, মোহাম্মদ বারাকাতী, তৌকির আহমেদ, ইব্রাহিম খলিল, ডা. মো. আবু তাহের ও মনিরুল মাওলা।
এ ছাড়া আহ্বায়ক কমিটির যারা সদস্য হিসেবে আছেন তারা হলেন— এ ম বি এস বেলাল হোসেন, ফিরোজ আলম, আ. হান্নান, মাইনউদ্দিন লিংকন, শাহরিয়ার হাসান সূচী, তাহমিনা আক্তার, এনামুল হক, এনাম হোসেন, এম এম মহসিন, আল-আমিন, শাহ জালাল মিয়া, মিজানুর রহমান আলামিন ও শওকত হোসেন।
অন্যদিকে, পেশাজীবী অধিকার পরিষদের উপদেষ্টা হিসেবে রয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, মোহাম্মদ রাশেদ খান, হাবিবুল্লাহ বেলালী ও ফারুক ইমরান।