আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

mzamin

আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ লোক জড়ো করুক আর যাই করুক আমি আপনাদের কাছে অনুরোধ করি, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের জনগণ এখনো আপনাদেরকে গ্রহণ করতে আসেনি।’

সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর সিএমএইচ হাসপাতাল পরিদর্শনের সময় এসব বলেন তিনি। এ সময় আন্দোলনে হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আওয়ামী লীগের উদ্দেশে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করুন। এ পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা অস্বীকার করতে পারিনা। তারা পলিটিকাল পার্টির মতো যেন থাকে। যখন নির্বাচন আসে তখন নির্বাচনে প্রতিযোগিতা করুন। জনগণ চাইলে নির্বাচনে যাবেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে। তাই তারা দল গোছাতে পারে। তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের বিষয়ে তিনি বলেন, ‘আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে।’ সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী ১৯ আগস্টের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।এর পর কারও কাছে এসব অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

mzamin

1 COMMENT

  1. @Sargis Alam Official and other @SaveBangladeshiStudents leaders: If you do not want your student-led protests and the murder of hundreds of students and innocent civilians by the AL and Sheikh Hasina regime to go in vain or be completely rolled back, then

    DO NOT ALLOW AWAMI LEAGUE TO COME BACK AGAIN.

    ALSO FIRE ARMY CHIEF GENERAL WAKAR, WHO LET SHEIKH HASINA AND ALL THE OTHER AL GOONS LIKE OBAIDUL KADER, ASduzzaman, THE HOME MINISTER, ETC. ESCAPE. HE SHOULD HAVE HAD A GAME PLAN TO CATCH THEM (ALL HE NEEDED WAS TO POST ARMY PERSONNEL IN THE AIRPORT BEFORE HE ANNOUNCED SHEIKH hASINA’S RESIGNATION). the president also must be fired, a SH appointee, plus ALL THE GOVT. OFFICERS IN ALL GOVT OFFICES (POLICE, RAB, BGB, SECRETARIAT AND ALL) THAT WER APOINTED BY SH SOLELY ON POLITICAL BASIS.

    You are one of the key leaders outside this caretaker govt. If they go back on their words, then it is upto leaders like you to bring them down again. They are appointed, NOT elected by anyone, and have no right to destroy our 2nd independence.

    Do not let “revisionists” elements in the Caretaker Govt. like this guy destroy your work by opening the window to Hasina and her Awami League goondas again. Not a single one of the party’s leaders, members and student wing must ever be allowed to come back again EXCEPT TO BE TRIED, SENTENCED AND JAILED.

    The blood of the people must not go in vain. BTW, I am a Bangladeshi using a pseudonym because everyone of us anywhere in the world is afraid of the murderous AL govt

    BTW, I am a Bangladeshi by birth but using a pseudonym because for 16 years we have been afraid to open our mouth lest the Goonda/illegitimate, fascist SH/AL regime hurt us or our families in Bangladesh. even now we cannot reveal ourselves when revisionist elements like this Brigadier is changing his tune and saying that the AL can come back and join the elections, when one of the first statements by the Student Leaders that AL will be banned from Bangladesh forever. They are the only ones with enough public support (as we saw) to make any statements about the role of AL in Bangladesh in the future, not some unelected Brigadier who many say was an AL-supporter in his past life. FIRE HIM FROM THE CARETAKER GOVT TOO.

Comments are closed.