আইপিএল শুরুর দিনক্ষণ জানিয়ে দিল বিসিসিআই

আইপিএল শুরুর দিনক্ষণ জানিয়ে দিল বিসিসিআই

একদিন পরে সৌদি আরবের জেদ্দায় বসবে আইপিএলের মেগা নিলাম। তার আগে আসন্ন আসর শুরুর সময় জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুধু এবারের নয় ২০২৭ পর্যন্ত তিন আসর শুরুর সময়ও জানিয়ে দিয়েছে ক্রিকেটের ধনী এই বোর্ডটি।

বিসিসিআই জানিয়েছে, আগামী বছরের ১৪ মার্চ শুরু হবে আইপিএল। ফাইনাল হবে ২৫ মে। অর্থাৎ দুই মাস ১০ দিনের আসর বসবে। ২০২৬ সালের আইপিএল শুরু হবে ১৫ মার্চ থেকে। সময় পাঁচদিন বেড়ে ফাইনাল হবে ৩১ মে। ২০২৭ সালে ১৪ মার্চ থেকে আইপিএল শুরু হবে। ফাইনাল দিয়ে আসর ৩০ মে শেষ হবে।

এবারের মেগা নিলামের পর আগামী তিন বছর আইপিএলে মিনি নিলাম হবে। ৬জন করে খেলোয়াড় দলে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যে কারণে এবারের আইপিএল নিলাম থেকে তিন-চার বছরের পরিকল্পনা নিয়ে দল গড়তে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিলাম থেকে দলে নিলে এই তিন বছর পূর্ণ সময়ের জন্য আইপিএলে সময় দেবেন, এই মর্মে সম্মত হয়েছেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ক্রিকেটাররা। ইংল্যান্ডের ক্রিকেটাররাও শর্তে রাজি হতে যাচ্ছেন। তবে শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এছাড়া ২০২৭ সালে টেস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড টেস্ট খেলবে। যে কারণে ওই বছর পুরো সময় আইপিএলে থাকা নিয়ে সংশয়ে আছেন কিছু ক্রিকেটার।

samakal