Prothom Alo
সংবাদ সম্মেলনে এ প্রশ্নের উত্তরে অরুণ বলেছেন, ‘অবশ্যই আমরা খুব ভালো একটি দল। টুর্নামেন্ট শুরুর আগে আমরা ফেবারিটও ছিলাম। কিন্তু প্রথম দুই ম্যাচ হেরে যাওয়াটা ছিল দুর্ভাগ্যজনক। এ দুটি হারই আমাদের এমন অবস্থার সামনে এনে দাঁড় করিয়েছে।’ এটা বলার পর তিনি সেমিফাইনালে ওঠার আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অরুণদের সেই আশা পূরণ হয়নি। আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে শেষ দল হিসেবে শেষ চারে উঠেছে নিউজিল্যান্ড।
নামিবিয়া ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে অরুণকে আরও একটি প্রশ্ন করা হয়—ফেবারিট ভারতের এমন অবস্থা কেন হলো যে সেমিফাইনালে ওঠার জন্য অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে! ভারত দল যে বারবার বলে আসছে আইপিএলই বিশ্বকাপের আগে তাদের জন্য সবচেয়ে ভালো অনুশীলন ছিল, এটা কি ঠিক? এমন প্রশ্নের উত্তরে অরুণ বলেছেন, ‘ছয় মাস টানা খেলে যাওয়া সত্যিই কঠিন এক বিষয়। সর্বশেষ আইপিএলে ছোট একটি বিরতি পেলেও খেলোয়াড়েরা কেউ নিজেদের বাড়ি যায়নি।’
এই যে টানা বাড়ির বাইরে থাকা, এটাই ভারতের খেলোয়াড়দের জন্য কাল হয়েছে বলে মনে করেন অরুণ, ‘ছয় মাস ধরে খেলোয়াড়েরা জৈব সুরক্ষাবলয়ের মধ্যে আছে। এটা মানসিক দিক থেকে অনেক বড় সমস্যা তৈরি করেছে। আইপিএলের অনুশীলন ভারত দলের জন্য পর্যাপ্ত ছিল কি না—আপনাদের এমন প্রশ্নের উত্তরে আমি বলব বিশ্বকাপ আর আইপিএলের মাঝে ছোট একটা বিরতি খেলোয়াড়দের জন্য খুব ভালো হতে পারত।’