আইএমএফ মিশন ঢাকায়, ঋণের শর্তপূরণ নিয়ে আলোচনা শুরু

 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে আজ থেকে আলোচনা শুরু করছে। আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণের শর্ত কতটা পূরণ হয়েছে এবং সরকারি বিভাগগুলো শর্ত পূরণে কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে।

শুরুতেই আইএমএফের প্রতিনিধিদলটি অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি পৃথক বৈঠকে অংশ নেবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে মিশনটির বৈঠকে অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার নেতৃত্ব দেবেন। বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও বৈঠক করবে আইএমএফের কর্মকর্তারা। সভায় গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।