০৪ জুলাই ২০২৩, ০৩:২০ পিএম
দুই দিন দরপতনের পর ঈদ পরবর্তী তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (৪ জুলাই) পুঁজিবাজারে সূচক বেড়েছে। সূচকের দিনভর অস্থিরতা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২১ পয়েন্ট। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
ডিএসইর তথ্য মতে, আজ বাজারটিতে ৩৭৫ প্রতিষ্ঠানের মোট ১৭ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ২৯৭ টাকার শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬০০ কোটি ২৮ লাখ ৮৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬৭৯ কোটি ৭৩ লাখ ২৬ হাজার টাকা।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৪টির। বিপরীতে কমেছে ১২০টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২ দশমিক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুডের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ইন্ডাস্ট্রিজের শেয়ার। পরের তালিকায় রয়েছে টিউলিপ সি পার্লের শেয়ার।
এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে-জেএমআই হসপিটাল,ফুয়াং সিরামিক, রূপালী লাইফ ইনস্যুরেন্স, এমারেল্ড অয়েল, মেঘনা লাইফ, নাভানা ফার্মাসিটিউক্যালস এবং জেমিনি সী ফুডের শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ২১ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ৭৪টির ও অপরিবর্তিত রয়েছে ৭১টির দাম।
দিন শেষে সিএসইতে ১৬ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ৬৩৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।