২৪ এপ্রিল ২০২৩, ১২:০৫ পিএম
সিআইবি প্রতিবেদন পরিচ্ছন্ন না থাকায় অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানিটি তিনটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াতে চেয়েছিল। কিন্তু সিআইবি রিপোর্টে সমস্যা থাকায় তা বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা। এই তথ্য সোমবার (২৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০২১ সালের ২৯ জুনের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) রাইট ইস্যুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর রাইট শেয়ার চূড়ান্ত অনুমোদনের জন্য কোম্পানির পক্ষ থেকে বিএসইসিতে আবেদন পাঠানো হয়। বিএসইসির কোম্পানির সেই আবেদন নাচক বা বাতিল করেছে।
২০০৫ সালে তালিকাভুক্ত কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ১৭ লাখ ৫৬ লাখ ৯২০টি। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সর্বশষ ২০২১ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।