অক্টোবরের শেষে কঠোর হবে বিএনপি

কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত আজ বৃহস্পতিবার রোডমার্চের মধ্য দিয়ে এ পর্বের কর্মসূচি শেষ করছে বিএনপি। এরপর সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে শিগগিরই চূড়ান্ত পর্বের কর্মসূচিতে যাবে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট। তবে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাসহ কিছু কৌশলগত কারণে এখনই দলগুলো কঠোর কর্মসূচিতে যাচ্ছে না।

২০ অক্টোবর থেকে দুর্গাপূজার জন্য পাঁচ দিন বিএনপি কর্মসূচি থেকে বিরত থাকবে। পূজার পর চলতি অক্টোবর মাসের শেষের দিকে কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। তার আগে বিক্ষোভ সমাবেশসহ গতানুগতিক কিছু কর্মসূচি থাকবে। তবে পূজার আগেই ঢাকায় আবার একটি মহাসমাবেশ করে সরকারকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে বলে জানা গেছে।