Site icon The Bangladesh Chronicle

Unpleasant truth

অপ্রিয় সত্য

রবীন্দ্রনাথকে নিয়ে বোমা ফাটালেন ভারতের প্রখ্যাত সমাজকর্মী ও বিভিন্ন গণআন্দোলনের প্রতিষ্ঠাতা রাজীব দীক্ষিত।

যেই রবীন্দ্রনাথকে ভারত একপোয়া ডালের মূল্য দেয়না, ইংরেজদের পা চাটা গোলাম বলে অভিহিত করে। সেই রবীন্দ্রনাথকে নিয়ে আমরা কত মাতামাতি করি এটা জানা জানা সত্ত্বেও যে, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে বলেছিল যে, কৃষক, চাষা ভুষাদের ছেলেরা বিশ্ববিদ্যালয় দিয়া কি করবে, তাদের কাজ তো মাঠে হাল-চাষ করা আর গরু চরানো!!”

রবীদ্রনাথ হয়তো জানতেন যে, চাষা ভুষাদের ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়লেও তাদের কোন বিবেক বুদ্ধির বিকাশ ঘটবেনা, তারা সারাজীবনই বেকুবই হয়ে থাকবে।
না হলে এত কিছুর পরেও আমরা সেই বিশ্ববিদ্যালয়ে বসেই রবীন্দ্রনাথের পূজা করি, তার জন্মদিনকে ইবাদতের ন্যায় ঘটা করে পালন করি। কেমন জাতি আমরা??

Exit mobile version