পুরো জামাতের হাতে চলে গিয়েছে বাংলাদেশ, কী করা দরকার! জানিয়ে দিলেন তসলিমা ফাইল ছবি
তসলিমা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পুরো বেআইনি। দ্রুত ভোট করা দরকার। যাতে একটা ঠিকঠাক দল ক্ষমতায় আসে, দেশকে গণতান্ত্রিক পথে পরিচালিত করতে পারে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বার বার মুখ খুলেছেন লেখিকা তসলিমা নাসরিন। এবার মধ্যপ্রদেশে বসে সংবাদ সংস্থা এএনআইতে বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন তসলিমা। মধ্যপ্রদেশের জব্বলপুরের একটা অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানালেন তসলিমা।
সিদ্ধিবালা বোস লাইব্রেরির ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে মধ্যপ্রদেশে উপস্থিত ছিলেন তসলিমা। এএনআইকে তিনি বলেন, আমার মনে হচ্ছে দেশ( বাংলাদেশ) এখন জামাত ই ইসলামি জিহাদি ও জঙ্গি গোষ্ঠীর হাতে চলে গিয়েছে। তারা বাংলাদেশের ইতিহাসকে ধ্বংস করতে চাইছে। তারা সমস্ত মুক্তিযোদ্ধার মূর্তি ভাঙছে। তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সংগ্রহশালা ধ্বংস করেছে। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়িও ভেঙেছে। যারা আওয়ামি লীগের সঙ্গে যুক্ত ছিলেন তাদের হয় খুন করেছে বা জেলবন্দি করেছে।
তসলিমা এএনআইকে বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পুরো বেআইনি। দ্রুত ভোট করা দরকার। যাতে একটা ঠিকঠাক দল ক্ষমতায় আসে, দেশকে গণতান্ত্রিক পথে পরিচালিত করতে পারে। ’
তিনি বলেন, ‘এটা শুধু দেশের নারীদের উপর হিংসাত্মক ঘটনা নয়, চুরি ছিনতাই, ধর্ষণ. ডাকাতি, সন্ত্রাস সব কিছু হচ্ছে। তার মানে আইনশৃঙ্খলার কোনও ব্যাপার নেই। সেকারণে আমার মনে হয় ভোট করা দরকার। তারপর যে দল ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় থাকুক। তারা দেশ চালাবে এটা ভালো। কারণ এই সরকার পুরো বেআইনি। এই সরকারের দেশ চালানোর কোনও অধিকার নেই। ‘
তিনি বলেন, ‘দেশের স্থাপত্য ভাঙছে ওরা। হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। মুক্ত চিন্তকদের উপর নির্যাতন হচ্ছে। আমরা এই সরকারের পুরো শেষ চাইছি। এটা তখনই হবে যখন মানুষ চাইবেন। ৬ মাস ধরে বাংলাদেশ নিয়ে ভাবছি। লিখছি। ‘
তিনি বলেন, ‘শুধু মহিলারা নন, গোটা দেশ আক্রান্ত। ইসলামিক আক্রমণের মতো। এটা শুধু নারীদের উপর নয়, এটা ইসলামিক সন্ত্রাস। এটা শুধু নারীদের উপর নয়, যারা হাসিনার দলে ছিলেন সবার উপর। ‘
তিনি বলেন,’ জামাত ই ইসলামিকে চাই না। কারণ এটা ধর্মভিত্তিক দল। আমাদের ধর্মভিত্তিক রাজনীতির দরকার নেই। এটা সমাজের পক্ষে ক্ষতিকারক। আমরা চাই ধর্মের সঙ্গে রাষ্ট্রের যেন পুরো সেপারেশন থাকে।’
তাঁর মতে, ‘জামাতকে নিষিদ্ধ করা দরকার। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা শারিয়া আইন প্রয়োগ করতে চায়।’
তিনি বলেন, ‘জামাত ই ইসলামিস্টের রাজনীতিকে নিষিদ্ধ করা দরকার কারণ তারা ক্ষতিকারক। ’