Site icon The Bangladesh Chronicle

Shamim Osman’s family is responsible for the killing of Tanvir: Rafiur Rabbi

toki

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকি হত্যাকাণ্ডে শামীম ওসমানের পরিবারকেই দায়ী করেছেন তাঁর বাবা রফিউর রাব্বি। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক গণজমায়েতে তিনি এ অভিযোগ করেন।
রাব্বি বলেন, বাসভাড়া বাড়ানোর প্রতিবাদ করা, সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ করায় তাঁর ছেলে ত্বকিকে হত্যা করা হয়েছে। এখন ওই পরিবারের (শামীম ওসমানের পরিবার) প্রভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে এই হত্যা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী শামীম ওসমানের উদ্দেশে বলেন, ‘আপনি কেন সন্ত্রাসী লেলিয়ে দিয়ে ওই নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছেন? ত্বকির বাবা নির্বাচনে আমার পক্ষে কাজ করেছেন বলে? যদি তাই হয়, তাহলে আপনি আমাকে হত্যা করুন। আমি জানি, আপনি আমাকে সামনে এসে হত্যা করতে পারবেন না। আপনি অসম্ভব রকমের একজন কাপুরুষ।’
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, খেলাঘরের জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী প্রমুখ।
সমাবেশে আওয়ামী লীগ, ন্যাপ, সিপিবি, বাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

Source: ProthomAlo

Exit mobile version