Site icon The Bangladesh Chronicle

There are questionable photos of the burn unit victims

150203084120_bd_comilla_patients_640x360_bbc_nocredit

বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাজনৈতিক সহিংসতায় দগ্ধ রোগীদের খবর সংগ্রহ এবং ছবি তোলা নিয়ে বিতর্ক, সমালোচনা বাড়ছে।

একজন আলোকচিত্রী হাসপাতালে ঢুকে একজন দগ্ধ ব্যক্তিকে মডেলের মত নানা ভঙ্গিমায় দাঁড় করিয়ে ছবি তুলছেন – এরকম একটি পত্রিকা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিতর্কের ঝড় ওঠে।

এমনকি কিছুদিন আগে দগ্ধ রোগীদের নিয়ে একটি মিউজিক ভিডিওর স্যুটিংও হয়েছে বার্ন ইউনিটে।

সামাজিক মাধ্যমগুলোকে লোকজন যেমন এসব চিত্রগ্রাহকদের বিবেকবোধ এবং সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলছেন, তেমনি কর্তৃপক্ষের শৈথিল্য নিয়েও বিস্তর সমালোচনা হচ্ছে।

জানা গেছে, বিষয়টি নিয়ে হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা আজ আলোচনা করেছেন।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা গেছে একজন আলোকচিত্রী হাসপাতালে ঢুকে একজন দগ্ধ ব্যক্তিকে নানা ভঙ্গিমায় দাঁড় করিয়ে ছবি তুলছেন এমনকি, ছবি ফুটিয়ে তোলার জন্য ব্যক্তিটির পেছনে একটি কালো কাপড়ও ব্যবহার করছেন।

হাসপাতালে অগ্নিদগ্ধ রোগী

সাইফুল হক অমি নামে ওই আলোকচিত্রী অবশ্য, আহত ব্যক্তিটিকে ছবির জন্য পোজ দেয়াতে বাধ্য করবার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কয়েকদিন ধরেই বার্ন ইউনিটে সেখানে রাজনৈতিক সহিংসতা নিয়ে একটি প্রামান্যচিত্রের ছবি তুলছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে কালো কাপড় ব্যাবহার করার কারণ শৈল্পিক এবং আহতদের বিরক্ত না করে এবং অনুমতি নিয়েই কাজ করছেন তিনি।

কিন্তু গত পাঁচই জানুয়ারির পর থেকে রাজনৈতিক সহিংসতার ব্যাপকতা বোঝানোর জন্য রাজনীতিবিদ ও সাংবাদিকরা যেভাবে বার্ন ইউনিটকে ব্যবহার করেছেন, যেভাবে স্পর্শকাতর রোগীদের চিকিৎসা দেবার এই কেন্দ্রটিতে সদলবলে বারবার সেখানে গেছেন, তাতে একদিকে যেমনি তাদের মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনি রোগীদের জন্য নিরব পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষের ব্যর্থতাও পরিলক্ষিত হচ্ছে।

আলোচিত ছবিটির ফ্রেমেও একজন টেলিভিশন ক্যামেরাম্যানকে দেখা যাচ্ছে হাই ডিপেনডেন্সি ইউনিট বা এইচডিইউ নামে পরিচিত বার্ন ইউনিটের ওই ওয়ার্ডটির আর কিছু দগ্ধ মানুষজনের ছবি তুলতে।

পত্রিকায় প্রকাশিত এই ছবিটি পরে ব্যাপকহারে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে এবং বিস্তর বিতর্ক চলছে।

পেট্রোল বোমায় নিহতদের লাশ

গত ৫ই জানুয়ারি পরবর্তী রাজনৈতিক সহিংসতার নজির তুলে ধরতে সাংবাদিক ও রাজনীতিবিদেরা কিভাবে বার্ন ইউনিটে হুমড়ি খেয়ে পড়েছেন এবং রোগিদের সুবিধা অসুবিধা, চিকিৎসা, সংক্রমণ ইত্যাদির থোড়াই কেয়ার করছেন, তার জ্বলজ্বলে উদাহরণ এই ছবিটি।

সাইফুল হক বলছিলেন, তিনি যখন এই ছবিটি তোলেন, তখন ওই ওয়ার্ডটিতে অন্তত কুড়িজন ফটোসাংবাদিক ও ভিডিও চিত্রগ্রাহক উপস্থিত ছিলেন।

তিনি কারো পরনেই অ্যাপ্রণ কিংবা সংক্রমণবিরোধী কোনও পোশাক, দস্তানা, মুখোশ ইত্যাদি দেখতে পাননি। এমনকি সম্প্রতি বার্ণ ইউনিটে একটি গানের চিত্রায়ণের খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে বিস্তর বিতর্ক হয়। এরকম প্রেক্ষাপটে রোগিদের সেবাদান নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষের শৈথিল্যের ব্যাপারটি সামনে চলে এসেছে।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডক্তার পার্থ শংকর পাল বিবিসিকে বলেন, ব্যাপারটি অমানবিক, কিন্তু এখানে সবসময়ই এত সাংবাদিক-ফটোগ্রাফারের ভিড় যে তারা চেষ্টা করলেও সব সময় এটা সামাল দিতে পারছেন না।

এখানে উল্লেখ করা যেতে পারে গত ৫ই জানুয়ারির পর থেকে এই বার্ণ ইউনিটে এখন পর্যন্ত ১২৫ জন অগ্নিদগ্ধ মানুষকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত আট জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানাচ্ছেন।

Source: bbc

Exit mobile version