Site icon The Bangladesh Chronicle

Khaled Zia charged with rebellion against the nation

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে: বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও ধর্মীয় অনুভতিতে আঘাত হানার অভিযোগ তুলে মামলার আবেদন করা হয়েছে। আজ দুপুরে গাজীপুরের জয়দেবপুর থানার ডিউটি অফিসার ফৌজিয়া বেগমের কাছে অভিযোগটি জমা দেন গাজীপুর গণজাগরণ মঞ্চের সমন্বয়ক জুলীয়াস চৌধুরী। তবে এ মামলাটি এখনও এন্ট্রি হয়নি। মামলার বিবরণে বলা হয়, খালেদা জিয়া সম্প্রতি মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জে জনসভার বক্তব্যে দেশের ও জনগণের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেয় করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় লিপ্ত হয়েছেন। একে রাষ্ট্রদ্রোহিতা বলে আখ্যা দেয়া হয় এজহারে। এছাড়া শাহবাগ গণজাগরণ মঞ্চের দেশপ্রেমিক সবাইকে ঢালাওভাবে নাস্তিক বলে ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছেন খালেদা জিয়া। এ জন্যেই মামলাটি দাখিল করেছেন বলে জালিয়াস চৌধুরী সাংবাদিকদের জানান।

Source: Manab Zamin

Exit mobile version