Site icon The Bangladesh Chronicle

ক্রিকেটার নাসির ও তার বোনের ছবিতে নোংরা মন্তব্যকারীরা চিহ্নিত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের ফেসবুক পেজে তার বোনের সাথে তোলা ছবি পোস্ট করার পর সেখানে নোংরা মন্তব্যকারীদের শনাক্ত করা হয়েছে। এসব অসুস্থ মানসিকতার ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে গোটা অনলাইন জুড়ে।

২৫ জুন (বৃহস্পতিবার), নাসির হোসেন তার ছোটবোনের সাথে তোলা একটি সেলফি তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন। মূলত ছোট বোনের আবদার রক্ষা করতেই এ ছবি তোলা এবং ফেসবুকে পোস্ট করা। কিন্তু সেই ছবিতে অশ্লীল, কুরুচিপূর্ণ ও নোংরা মন্তব্য করে কতিপয় বিকৃত মানসিকতার ফেসবুক ব্যবহারকারী। এতে ব্যথিত হয়ে উক্ত ছবিটি ডিলিট করেন নাসির হোসেন এবং এর প্রতিবাদ জানিয়ে একটি অভিমানি পোস্ট দেন তার পেইজে।

 

তিনি লিখেন, “আপনাদের খারাপ মন্তব্য দেখে অনেক কষ্ট পেলাম। আমার ছোট বোনের আবদার মেটাতে তার সাথে আমার ছবি পেজে পোস্ট করেছিলাম। তাই বলে আপনারা অনেকেই বাজে মন্তব্য করেছেন। যেটা নিয়ে অনেকেই ফান পোস্টও করছেন। পোস্টটা ডিলেট করে দিলাম এখন খুশি তো? আপনাদের মত ফ্যান আমার দরকার নাই। আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না।”

 

এই ঘটনার পর নাসিরের সাথে করা এমন নোংরামির বিরুদ্ধে ফুঁসে ওঠে গোটা ফেসবুক। নিন্দার ঝড় বয়ে যায় এসব মন্তব্যকারীদের বিরুদ্ধে এবং একইসাথে এমন ঘটনার জন্য সবাই দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দেন। সেই সাথে দাবি উঠে উক্ত ঘটনায় দোষীদের শাস্তির দেয়ার জন্য। এধরনের নোংরামি সাইবার ক্রাইমের আওতায় পড়ে বলে মন্তব্য করেন অনেকেই।

 

জাতীয় দলের একজন ক্রিকেটারের সাথে হওয়া এমন আচরণ হতবাক করেছে সবাইকে। এর প্রতিক্রিয়ায় রবিবার (২৮ জুন) জাতীয় দলের অধিনায়ক মাফরাফি বিন মর্তুজা তার অফিসিয়াল ফেসবুক পেজটিতে বাংলাদেশকে ‘কান্ট্রি রেস্ট্রিক্ট’ করে দেন, যার ফলে বাংলাদেশের কোন ফেসবুক ব্যবহারকারীই মাশরাফির পেজটি আর দেখতে পাচ্ছেন না।

 

এরপরই ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে নাসিরের ছবিতে নোংরা মন্তব্যকারীদের বিরুদ্ধে। নাসিরের ডিলিট করা ছবির স্ক্রিনশট দেখে উক্ত নোংরা মন্তব্যকারীদের ফেসবুকে সার্চ করে তাদের ফেসবুক আইডি বের করা হয়। সেই সাথে বের হয়ে আসে তাদের নাম, পরিচয় এবং ছবি। পুরো ফেসবুক জুড়ে এখন এসব মন্তব্যকারীদের পরিচয় প্রকাশ করে শাস্তির দাবি করা হচ্ছে।

 

এখন পর্যন্ত যেসব মন্তব্যকারীদের শনাক্ত করা গেছে তাদের নাম, পরিচয় এবং ছবি নিচে দেয়া হল।

 

নাম: নূরে  আলম সিদ্দীকী
ঠিকানা/পরিচয়: রংপুর কারমাইকেল কলেজে এমবিএ শিক্ষার্থী
ফেসবুক আইডি: www.facebook.com/nuralam.seddiki


নাম: মুহাম্মদ নুরুল করিম আকিব
ফেসবুক আইডি: www.facebook.com/profile.php?id=100004289627075

 


নাম: হৃদয় আহমেদ শিপু
ঠিকানা/পরিচয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষার্থী, ঢাকা নিবাসী
ফেসবুক আইডি: www.facebook.com/ridoyahamed.shipu.5

 


নাম: তাহসিন
ফেসবুক আইডি: www.facebook.com/superrnatural.tahsin

 


নাম: আমিন মুহাম্মদ
ঠিকানা/পরিচয়: তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ-এ ইংরেজি বিভাগের শিক্ষার্থী, নারায়ণগঞ্জ নিবাসী
মোবাইল: 01949-478712
ফেসবুক আইডি: www.facebook.com/amin.muhammad.94801

 


নাম: তারেক হাসান রুমেল
পরিচয়/ঠিকানা: চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী, চট্টগ্রাম নিবাসী
ফেসবুক আইডি: www.facebook.com/profile.php?id=100008320448833

 


নাম: মামুনর রশিদ
পরিচয়/ঠিকানা: সিটি ল কলেজ, খুলনার শিক্ষার্থী, খুলনা নিবাসী
ফেসবুক আইডি: www.facebook.com/mamunar.rashid.98

 


নাম: ফাহিম
পরিচয়/ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়া নিবাসী
ফেসবুক আইডি: www.facebook.com/silentboy.fahim.5

 


নাম: আহামেদ সুমন
পরিচয়/ঠিকানা: ইস্পাহানি ডিগ্রি কলেজ, রোহিতপুর, ঢাকা নিবাসী
ফেসবুক আইডি: www.facebook.com/ahamed.sumon.37

 

নাসির ও তার বোনের ছবিতে করা নোংরা মন্তব্যসমূহ:

 

 

 

 

Source: bd-journal.com

Exit mobile version