কনটেইনার পরিবহনকারী বাংলার শিখা জাহাজটি এখন চট্টগ্রাম বন্দর থেকে মংলা বন্দরে কনটেইনার আনা-নেওয়ায় কাজে নিয়োজিত আছে। গতকাল রোববার জাহাজটি মংলা বন্দরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।
গত বছরের ডিসেম্বর মাসে এই ১৩ জন ক্যাডেট মেরিন একাডেমি থেকে ক্যাডেট হিসেবে উত্তীর্ণ হন। তারা এক বছর বিএসসির পাঁচটি জাহাজে প্রশিক্ষণ গ্রহণ করবেন। তারপর সমুদ্র পরিবহন অধিদপ্তরে পরীক্ষা মাধ্যমে অফিসার হিসেবে জাহাজে কর্মজীবন শুরু করতে পারবেন।
নৌমন্ত্রী শাহজাহান খান বলেন, ‘একসময় মেয়েরা গাড়ি চালাত, উড়োজাহাজ চালাত। এখন বাংলাদেশের মেয়েরা জাহাজও চালায়। বিএসসির পাঁচটি জাহাজে এই ১৩ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে।’
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মকসুমুল কাদের বলেন, প্রশিক্ষণকালীন ক্যাডেটদের সুযোগ-সুবিধাসহ ভাতা দেওয়া হবে। এসব সুযোগ-সুবিধার পেছনে প্রতিজন ক্যাডেটের জন্য প্রতি মাসে ৪০ হাজার টাকা খরচ হবে।’
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ১৩ জন নারী ক্যাডেটকে বন্দর থেকে বৃত্তি দেওয়ার ঘোষণা দেন।
নিয়োগপত্র হাতে পাওয়ার পর ডেক ক্যাডেট বিউটি আক্তার জানান, ‘দুই আত্মীয়কে এই পেশায় থাকতে দেখে আগ্রহ তৈরি হয়। গত বছর ক্যাডেট হিসেবে উত্তীর্ণ হওয়ার পর প্রথম নিয়োগ পেলাম।’ –