Site icon The Bangladesh Chronicle

Attack on the car of Hefazat Amir Ahmad Shafi in Cittagong

চট্টগ্রামে হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর গাড়ির বহরে হামলা হয়েছে। এতে কমপক্ষে ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মহাসমাবেশ থেকে ফেরার পথে হাটহাজারীর বাসস্ট্যান্ডের কাছে তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন হেফাজত বিরোধী আলেমরা। একপর্যায়ে তা ধাওয়া পাল্টা ধাওয়ায় রুপ নেয়। পরে হাটহাজারী মাদ্রাসায় না গিয়ে ফিরে যান আহমদ শফী। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে মহাসমাবেশের কর্মসূচি শেষ করে হাটহাজারী মাদ্রাসায় যাচ্ছিলেন হেফাজত আমীর আহমদ শফী। পথে বাস্ট্যান্ডের কাছে শেরে বাংলা শাহ মাজারের কাছে তার গাড়ির বহর আসতেই গতিরোধ করেন উদিদিয়া ও আহলে সুন্নাত সংগঠনের আলেমরা।

Source: Manabzamin

Exit mobile version