- ২৪ ডেস্ক
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে সংশ্লিষ্ট ১০৫টি প্রতিষ্ঠানের ৫১৩ কোটি টিরও বেশি শেয়ার জব্দের আদেশ দিয়েছে আদালত। এসব শেয়ারের মোট আনুমানিক মূল্য ৮ হাজার কোটি টাকারও বেশি, বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফায়েজ এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে দায়ের করা এক আবেদনের পর আদালত এই নির্দেশনা দেন বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম।
দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক এস আলম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে এই সম্পদ জব্দের আবেদন করেন।
দুদক জানায়, যৌথ মূলধনী কোম্পানি ও সহযোগী প্রতিষ্ঠানের একাধিক পরিচালক জানিয়েছেন যে সাইফুল আলম মালিকানা হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন, যা তদন্ত শেষ হওয়ার আগে সম্পদ পুনরুদ্ধারে জটিলতা সৃষ্টি করতে পারে। তাই সম্পদ সুরক্ষায় আদালতের কাছে জব্দের আবেদন করা হয়।
এই জব্দাদেশ দেওয়া হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১০ ও ১৪ ধারা এবং দুদক বিধিমালা, ২০০৭-এর ১৮ ধারা অনুযায়ী।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর একই আদালত সাইফুল আলম ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির নির্দেশ দেন। এছাড়া, গত ৯ জুলাই আদালত এস আলম ও তার প্রতিষ্ঠানের ৫৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছিল, যেখানে প্রায় ১১৩ কোটি টাকা রয়েছে।









