আমার দেশ
৬ সেপ্টেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক
লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ক্যাপ্টেন শহীদ ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কানাডায় নিজ বাসায় স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।
শহীদ ইসলাম চাকুরি জীবন শেষে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছিলেন। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন প্লাটফর্মে এসে তিনি রাজনৈতিক বিশ্লেষণ দিতেন। বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব চ্যানেল গুলোর টকশোতে অংশ নিয়ে কথা বলতেন। বর্তমান সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বিশ্লেষণ করতেন তাঁর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে।