Site icon The Bangladesh Chronicle

আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা, ফিরলেন মেসি

অধিনায়ক লিওনেল মেসিকে নিয়েই আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৮ সদস্যের একটি শক্তিশালী প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই দুটি ম্যাচের দলে সবচেয়ে বড় সুখবর মেসির ইনজুরি কাটিয়ে ফেরা।

লিওনেল মেসি

ইনজুরির কারণে গত মার্চে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচগুলোতে অংশগ্রহণ করতে পারেননি মেসি। তবে, তার অনুপস্থিতিতেও আর্জেন্টিনা দুর্দান্ত খেলে উভয় ম্যাচেই জয়লাভ করে এবং বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করে।

মেসির প্রত্যাবর্তনের পাশাপাশি দলে ফিরেছেন তরুণ তুর্কি স্ট্রাইকার আলেহান্দ্রো গারনাচো, মিডফিল্ডার জিওভানি লো সেলসো, নিকোলাস ডমিঙ্গুয়েজ এবং প্রতিভাবান লেফট-ব্যাক ভ্যালেন্তিন বার্কো। উল্লেখ্য, মিডফিল্ডার নিকোলাস ডমিঙ্গুয়েজ ২০২১ সালের পর এই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেলেন।

তবে, ইনজুরির কারণে এবারও দলের বাইরে থাকতে হচ্ছে তারকা ফরোয়ার্ড পাওলো দিবালাকে। তিনি উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটিতেও দলের অংশ ছিলেন না।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ইতোমধ্যেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। ১৪ ম্যাচে ১০ জয়, ১টি ড্র এবং ৩টি হারে মোট ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে তারা, এবং সবার আগে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে। তাদের পরেই ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। উরুগুয়ে ও ব্রাজিল যথাক্রমে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে।

ম্যাচের সময়সূচী

আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ দুটি খেলবে আগামী ৬ জুন চিলির বিপক্ষে এবং ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে।

আর্জেন্টিনার ঘোষিত প্রাথমিক দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো।

মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ডমিঙ্গেজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ।

ফরওয়ার্ড: লিওনেল মেসি, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, লটারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেজ, ভ্যালেন্টিন কাস্তোলানোস, আলেহান্দ্রো গারনাচো, গিলিয়ানো সিমিওনে, এঞ্জেল কোরেয়া।

Exit mobile version