ইসলামী আন্দোলনের আমির তথা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের সম্পদ নষ্ট করে তামাশার নির্বাচনের নামে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে। দেশ-বিদেশের প্রবল আপত্তি আমলে না নিয়ে সরকার একতরফা নির্বাচনের নামে নাটক করছে। ৭ জানুয়ারি জনগণ ভোটকেন্দ্রে যাবে না।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সভায় তিনি এসব কথা বলেন। একতরফা নির্বাচন ও নতুন শিক্ষাপদ্ধতি বাতিলের দাবিতে আগামী শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।
চরমোনাই পীর বলেন, সরকারের একগুঁয়েমির কারণে দেশ ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে; অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে। সরকার শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে। নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা।
সমকাল