Site icon The Bangladesh Chronicle

জনগণ ভোটকেন্দ্রে যাবে না: চরমোনাই পীর

জনগণ ভোটকেন্দ্রে যাবে না: চরমোনাই পীরফাইল ছবি

ইসলামী আন্দোলনের আমির তথা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের সম্পদ নষ্ট করে তামাশার নির্বাচনের নামে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে। দেশ-বিদেশের প্রবল আপত্তি আমলে না নিয়ে সরকার একতরফা নির্বাচনের নামে নাটক করছে। ৭ জানুয়ারি জনগণ ভোটকেন্দ্রে যাবে না।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সভায় তিনি এসব কথা বলেন। একতরফা নির্বাচন ও নতুন শিক্ষাপদ্ধতি বাতিলের দাবিতে আগামী শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।

চরমোনাই পীর বলেন, সরকারের একগুঁয়েমির কারণে দেশ ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে; অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে। সরকার শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে। নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা।

সমকাল

Exit mobile version