Site icon The Bangladesh Chronicle

প্রধানমন্ত্রীর আসনে প্রার্থী দেয়নি জাপা

প্রধানমন্ত্রীর আসনে প্রার্থী দেয়নি জাপাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির দলীয় প্রতীক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থী দেয়নি জাতীয় পার্টি (জাপা)।

সোমবার বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এদিন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৮৭ আস‌নে প্রার্থী ঘোষণা ক‌রে‌ছে জাপা। বাকি ১৩টি সংসদীয় আসন ফাঁকা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ এর মধ্যে একটি।

গোপালগঞ্জ-৩ ছাড়াও জাপার ফাঁকা রাখা বাকি আসনগুলো হচ্ছে- শেরপুর-২, ময়মনসিংহ-৪, ফরিদপুর-২, ফরিদপুর-৪, শরীয়তপুর-১, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৩, মৌলভীবাজার-৪, হবিগঞ্জ-২, লক্ষ্মীপুর-৪, চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১১।

সমকাল

Exit mobile version